ABP Ananda LIVE: অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, প্রাণে বাঁচতে মালদায় আশ্রয়! । মালদায় বৈষ্ণবনগরের স্কুলে আশ্রয় ধুলিয়ানের একাধিক বাসিন্দার । 'পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে' । 'বিএসএফের সহযোগিতায় কোনও রকমে বাড়ি ছেড়ে চলে এসেছি'। বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ ধুলিয়ানবাসীর